রাস্তায় বের হলে আনাচে কানাচে যদি সাউদা কেরি করা লোক দেখি মনটা ভালোর চেয়ে দ্বিগুণ ভালো ভালো হয়ে যায়। বাস স্ট্যান্ড, রেলস্টেশন, শপিংমল, ইভেন একই দাওয়াতে আসা মানুষের শরীরে থাকা পোশাকটি সাউদা’র!
কেমন না! সাউদা স্বপ্ন যখন চোখের সামনে একটু একটু করে এভাবে ধরা দেয় আনন্দ লাগাটা স্বাভাবিক।
তবে লোক মুখে শোনা একটা কথাও পীড়া দেয়, মনে সতর্কতার বার্তা কড়া নাড়ে। আস্তে আস্তে বড় হওয়া প্রতিষ্ঠান বড় হয়ে গেলে তার মান আর আগের মত থাকে না! আগের মত তারা গুরুত্ব দিয়ে সার্ভ করে না!
এই নেতিবাচক বাক্যগুলো কিন্তু অভিজ্ঞতা থেকেই আসা। এমন সব বাক্যের বিপরীতে হাঁটতে এবং নিজেদের ঠিক পথে রাখতে আমরা সবসময়ই সচেষ্ট। আপনাদের ভালোমন্দ ফিডব্যাকই আমাদের উন্নতিতে বেশ ভালো ভূমিকা রাখে।
Reviews
There are no reviews yet.